My Store
A Hotel in the Jungle
A Hotel in the Jungle
Couldn't load pickup availability
সেবারে ছিল মিশর। এবারে আফ্রিকার গহন অরণ্য । সন্তু আর কাকাবাবুর অ্যাডভেনচার কাহিনীতে ক্রমশ বাড়ছে পরিধি, আর সেইসঙ্গে বাড়ছে আকর্ষণ। এই নতুন উপন্যাস, ‘জঙ্গলের মধ্যে এক হােটেল, তাে অসামান্য এক ভ্রমণকাহিনী। উপরি-পাওনা হল, মৃত্যুর মুখােমুখি অবস্থায় পৌঁছে-যাওয়া সন্তু কাকাবাবুর নিঃশ্বাস-থামিয়ে-দেওয়া দুর্ধর্ষ অভিজ্ঞতার গল্প। কথায় বলে, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে। তা, কাকাবাবুর অবস্থাও তাই। কোথায় নাইরােবির ন্যাশানাল পার্কে সন্তুকে নিয়ে ঘুরবেন, কোথায় মাসাইমারার গভীর জঙ্গলে তাঁবু দিয়ে তৈরি হােটেলে থেকে উপভােগ করবেন তাঁবুর গায়ে যাবতীয় হিংস্র বন্য জন্তুর নিঃশ্বাস-প্রশ্বাস, তা নয়, নাইরােবিতে পা দিতে না-দিতেই হুমকি : এক্ষুনি ফিরে যাও । কিন্তু যাও বললেই তাে ফিরে যাবার মানুষ নন সাহসী, জেদী, কাকাবাবু। তাই তিনি থেকেই গেলেন—শেষ দেখবেন বলে। সেই শেষ দেখার পরিণাম যে কত ভয়াবহ আর কত রােমহর্ষক, তাই নিয়েই সুনীল গঙ্গোপাধ্যায়ের কুশলী কলমে এই দুর্দান্ত উপন্যাস।
